ওজু ছুটে যাওয়ার পর লজ্জায় নামায না ছাড়া গোনাহ
প্রশ্ন : নামাযের মধ্যে ওজু ভেঙে গেলে লজ্জায় নামায ত্যাগ না করলে কোন ধরনের গোনাহ হয়? এ গোনাহ ও লজ্জা থেকে বাঁচার জন্য শরীয়তে কোনো পন্থা আছে কি না?
উত্তর : নামাযের মধ্যে ওজু ভেঙে গেলে নামায ত্যাগ না করলে বড় ধরনের গোনাহ হয়। বহু উলামায়ে কেরাম বিনা ওজুতে নামায পড়লে ঈমান চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। তাই এমতাবস্থায় নামায ছেড়ে দেবে। গোনাহ ও লজ্জা থেকে বাঁচার জন্য বেশি মুসল্লিদের কষ্ট না দিয়ে বের হওয়া সম্ভবপর হলে মানুষ যেন না বোঝে এমন কোনো বাহানা করে যথা নাকে বা মুখে হাত দিয়ে বের হয়ে ওজু করে পুনরায় নামাযে শামিল হবে, আর নামায শেষ হয়ে গেলে একাকী নামায পড়ে নেবে। বের হওয়া সম্ভব না হলে নামায ছেড়ে দিয়ে নিজ জায়গায় বসে থাকবে। (১০/৭৫৮/৩৩২৫)
Tag:ওজু ছুটে যাওয়ার