ওজু ছুটে যাওয়ার পর নামায চালিয়ে যাওয়া
প্রশ্ন : নামাযে ইমামতি অবস্থায় ইমাম সাহেবের ওজু ভেঙে যায়, কিন্তু ইমাম সাহেব ওজু করা ছাড়াই বাকি নামায রুকু-সিজদাসহ পুরা আদায় করে ফেলেন। অথবা ওজু ভেঙে যাওয়ার পর ইমাম সাহেব নামাযের নিয়্যাত ছেড়ে দিয়ে ওজু না করেই শুধু দৃশ্যত রুকু-সিজদা আদায় করে নামায শেষ করেন এবং পরে মুক্তাদীগণকে নামায পুনরায় পড়ার নির্দেশ দেন। উভয় সুরতে নামাযের হুকুম কী? এবং শরীয়তের দৃষ্টিতে ইমাম সাহেবের ওপর কী হুকুম বর্তায়?
উত্তর : ইমাম সাহেবের ওজু ভেঙে গেলে নামায ভেঙে দিয়ে অথবা পেছনের কাতার থেকে কাউকে ইমাম বানিয়ে ওজুর জন্য চলে যাওয়াই শরয়ী বিধান। এরূপ না করে ওজুবিহীন নামাযের আরকান আদায় করে যাওয়া মানে শরয়ী বিধানের লঙ্ঘন করা। জেনে বুঝে এরূপ শরীয়তের হুকুম অমান্য করা নিঃসন্দেহে গোনাহ, নামাযের নিয়্যাত ছাড়া হোক বা নিয়্যাতে অবশ্যই এরূপ করা মারাত্মক গোনাহ। যা খালেছ তাওবা ছাড়া মাফ হবে না। আর উভয় পদ্ধতিতে ইমামের ইক্তিদায় শরীক মুক্তাদীগণের নামায পুনরায় পড়ার জন্য ইমামের এলান করা জরুরি। (৯/৩০৪/২৬২৯)
Tag:ওজু ছুটে