ওজুর শেষে আকাশপানে তাকিয়ে দু’আ পড়া
প্রশ্ন : ওজুর শেষে আকাশপানে তাকিয়ে দু’আ পড়া কি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত? কোন দিকে ফিরে দোয়াটি পড়বে? কেউ বলেন, সর্বদা পশ্চিমাকাশমুখী হয়ে দোয়াটি পড়বে, আর কেউ বলেন, সূর্য যখন যেদিকে থাকবে সেদিকে, কোনটি সঠিক?
উত্তর : ওজুর পরে দু’আ পড়ার হাদীসটি সহীহ এবং আকাশপানে তাকিয়ে তা পড়ার কথাও হাদীসে পাওয়া যায়। তবে পশ্চিম দিক বা সূর্যের সাথে এর কোনো সম্পর্ক নেই। (১১/২৮৫/৩৫২০)