ওজুবিহীন বাংলা মাআরিফুল কোরআন স্পর্শ করা
প্রশ্ন : বাংলা মাআরিফুল কোরআন শরীফ ওজুবিহীন ধরা জায়েয হবে কি না? প্রকাশ থাকে যে বাংলা মাআরিফুল কোরআন আরবী পৃষ্ঠার তুলনায় অনেক বেশি।
উত্তর : তাফসীরের কিতাবে কোরআনে পাকের আয়াত লিখিত স্থানে বিনা ওজুতে হাত লাগানো জায়েয নেই। এ ছাড়া অন্য স্থানে ওজু ছাড়া হাত লাগানো জায়েয হলেও সম্মান প্রকাশের লক্ষ্যে ওজুর সহিত ধরাই শ্রেয়। তাফসীরে মাআরিফুল কোরআন ধরার হুকুমও অনুরূপ। (৭/৮২৩/১৮৯৪)
Tag:ওজুবিহীন