এশার পর উচ্চ আওয়াজে যিকির
প্রশ্ন : আমাদের এলাকায় বিভিন্ন মসজিদে এশার নামাযের পর মুসল্লিরা একত্রে উচ্চ আওয়াজে যিকির করে থাকে। কেউ কেউ স্বীয় ঘরে মাইক দিয়ে আবার কেউ মাইক ছাড়া উচ্চস্বরে যিকির করে থাকে। কোনো কোনো আলেম এভাবে যিকির করা পছন্দ করেন, আবার কেউ অপছন্দ করেন এবং বলেন যে থানভী (রহ.) বয়ানুল কোরআনের এক জায়গায় লিখেছেন যে মসজিদে উচ্চ আওয়াজে যিকির করা ‘‘وارتفعت الاصوات فی المساجد’’ কিয়ামতের আলামতের মধ্যে শামিল। বর্ণিত সূরতগুলোর শরয়ী সমাধান ও যিকিরের উত্তম পদ্ধতিসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর : যিকির উচ্চস্বরে-নিম্নস্বরে উভয়ভাবেই প্রমাণিত। কিন্তু সার্বিক বিবেচনায় নিম্নস্বরে যিকির করাই সমীচীন। হ্যাঁ, কেউ যদি কোনো হক্কানী পীর সাহেবের পরামর্শক্রমে উচ্চ আওয়াজে যিকির করে তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। তবে উচ্চ আওয়াজে যিকির করতে গিয়ে যেন কোনো ঘুমন্ত বা নামাযী ব্যক্তির ক্ষতি না হয় এবং নির্দিষ্ট কোনো পদ্ধতিকে আবশ্যকীয় মনে না করা হয়। অন্যথায় জায়েয হবে না। (১২/৩৯৬/৩৯৭৪)
Tag:যিকির