এক মসজিদে দান করার নিয়্যাত করে অন্য মসজিদে দেওয়া
প্রশ্ন : আমাদের মসজিদের বার্ষিক মাহফিলের চাঁদা কালেকশনের সময় আমার পক্ষ হতে ২০০০ টাকা দান করতে চাই এবং আমার মায়ের পক্ষ হতে মার নিকট জিজ্ঞেস করা ব্যতীতই ২০০০ টাকা দান করার নিয়্যাত করি। কিন্তু পরে যখন মাকে দানের কথা বলি, মা তখন বলে তোমার ২০০০ টাকা তোমাদের মসজিদে দেবে। আর আমার নামে যে টাকা দিতে চেয়েছ ওই টাকা আমার বাপের বাড়িতে যে নতুন মসজিদ হচ্ছে সেখানে দেবে। আমি মায়ের কথামতো আমার টাকা আমাদের মসজিদে দিয়েছি এবং মায়ের টাকা তার বাপের বাড়ির মসজিদে দিয়েছি। আমার এ দান শুদ্ধ হয়েছে কি না?
উত্তর : কোনো এক জায়গায় দান করার নিয়্যাত করলে তা সেখানে দেওয়া জরুরি নয়, সেখানে না দিয়ে অন্য জায়গায়ও দেওয়া যায়। শরীয়তের দৃষ্টিতে এতে কোনো বাধা নেই। অতএব প্রশ্নের বর্ণনা মতে মায়ের কথার ভিত্তিতে আপনার টাকা আপনাদের মসজিদে ও মায়ের পক্ষের টাকা তার বাপের বাড়ির মসজিদে দেওয়া সঠিক হয়েছে। (১৫/৬১৭/৬১৭৭)