এক পীর ছেড়ে অন্য পীরের হাতে বাইআত গ্রহণ
প্রশ্ন : একজন লোক জনৈক পীর সাহেবের নিকট বাইআত গ্রহণ করেছে। কিছুদিন পর ওই পীর সাহেবের প্রতি তার আস্থা ও অনুরাগে ভাটা পড়ে যায়। বহু দিন যাবৎ এ অবস্থায় চলার পর ওই পীর সাহেবের কোনো ওযীফাও আদায় করে না এবং এতে তার মনও বসে না। এ অবস্থায় কিছুদিন অতিবাহিত করার পর সে অন্য এক পীর সাহেবের নিকট থেকে ওযীফা নিয়ে আমল করতে থাকে। এভাবেই বহু দিন কাটিয়ে দেয় এবং দ্বিতীয় পীরের প্রতি সে আস্থাশীল ও আমলের প্রতি মনোযোগী হয়। প্রশ্ন হলো, সে ব্যক্তি দ্বিতীয় পীরের নিকট বাইআত গ্রহণ করতে পারবে কি না? এবং সে মনে মনে এটাও ইচ্ছা করেছে যে যদি দ্বিতীয় মুরশিদের নিকট বাইআত না হয় তাহলে সে প্রথম মুরশিদসহ অন্য কোনো পীরের নিকট বাইআত গ্রহণ না করে মুরশিদবিহীন থাকবে। এতে তার কোনো ক্ষতি হবে?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে যেকোনো পীর সাহেবের নিকট বাইআত গ্রহণ করার পূর্বে তার হক্কানীয়াত খোদাভীরুতা এবং তাকওয়া সম্পর্কে অবগত হওয়া জরুরি। এতদসত্ত্বেও যদি কোনো ব্যক্তি তাহকীক ব্যতীত কোনো পীর সাহেবের নিকট বাইআত হয়, আর পরবর্তীতে ওই পীর সাহেবের কোনো ওযীফা বা আমল ভালো না লাগে এবং তার প্রতি অনাস্থা এসে যায়। তাহলে উক্ত পীরের মনে কষ্ট না আসার ব্যবস্থা করে আল্লাহর নিকট ইস্তেগফার করে অন্য কোনো হক্বপন্থী পীরের হাতে বাইআত হওয়া বৈধ হবে। তবে মনের চাহিদা মেটানোর জন্য শরয়ী কোনো কারণ ছাড়া পীরকে বাদ দেওয়া আমল ও ইসলাহের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। সর্বাবস্থায় হক্কানী পীর না ধরে মনমতো আমল করে যেকোনো মানুষের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কঠিন। (১২/৮৪/৩৮৩৫)
Tag:পীর