একই স্থানে একই সময় একাধিক জামাআত
: এক স্থানে একই সময় একাধিক জামাআত করা জায়েয হবে কি না? যদি জায়েয হয় তবে জামাআতের গুরুত্ব কমিয়ে দেওয়ার গোনাহ হবে কি না? আর যদি জায়েয না হয় তবে ইজতিমার মাঠে একাধিক জামাআত হয়, তার সমাধান কী?
উত্তর : জামাআতের গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একাধিক বা ভিন্ন ভিন্ন জামাআত শরীয়তের দৃষ্টিতে মাকরূহ ওই সময় হবে, যখন তা মহল্লার মসজিদে নির্ধারিত ইমাম ও মুসল্লিদের মাধ্যমে গুরুত্ব ও পাবন্দির সাথে জামাআত হওয়া সত্তে¡ও করা হয়। ইজতিমার মাঠ এর অন্তর্ভুক্ত নয়। তা ছাড়া অনেক সময় মুসল্লিদের অবস্থাও তেমন স্থিতিশীল থাকে না, তাই প্রয়োজনে ইজতিমার ময়দানে একাধিক বা ভিন্ন ভিন্ন জামাআত করা মাকরূহ হবে না। (১৩/৮০৬/৫৪২১)
Tag:একাধিক জামাআত