একই মেমোরি কার্ডে তেলাওয়াত, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা
প্রশ্ন : একই মেমোরি কার্ডে কোরআন তেলাওয়াত এবং অশ্লীল ছবি, অডিও, ভিডিও, গান লোড করা এবং তা দেখা ও শ্রবণ করার ব্যাপারে শরয়ী বিধান কী?
উত্তর : মেমোরি কার্ড বা অন্য যেকোনো পন্থায় অশ্লীল ছবি, অডিও, ভিডিও, গান দেখা ও শ্রবণ করা সর্বাবস্থায় হারাম। সেই সঙ্গে একই মেমোরি কার্ডে গান এবং তেলাওয়াত লোড করা কোরআনের সম্মানহানির অন্তর্ভুক্ত। এ ধরনের কাজ সম্পূর্ণ নাজায়েয। (১৯/৮৫০)
এমদাদুল ফাতাওয়া : 4/243