একই নামাযে কয়েক পদ্ধতিতে কিরাত পড়া
প্রশ্ন : নামাযে কিরাতে সাব’আ পড়লে কোনো অসুবিধা আছে কি না? ওই সকল ইমামের কিরাত থেকে তিন-চার ইমামের কিরাতকে একই নামাযে পড়া যাবে কি না?
উত্তর : মুক্তাদীদের মধ্যে বিভিন্ন কিরাত শুনে বিভ্রান্ত হতে পারে এমন লোক থাকলে ইমামের জন্য কিরাতে সাব’আ বা আশারাহ পড়ার অনুমতি নেই, অন্যথায় পড়তে আপত্তি নেই। (১২/৬৫৭/৪০৬৮)
Tag:কিরাত