ঋতুকালীন মৃত্যুবরণকারীকে গোসল দেওয়ার পদ্ধতি
প্রশ্ন : মাইয়্যেতকে গোসল দেওয়ার নিয়ম কী? সাধারণ ও হায়েয নিফাস অবস্থায় মৃত্যুবরণকারী মহিলার গোসলের নিয়ম কি একই রকম নাকি পৃথক? পৃথক হলে কী?
উত্তর : মাইয়্যেতকে গোসল দেওয়ার নিয়ম হলো : ইস্তিঞ্জা করানোর পর ওজু করাবে। অতঃপর বরই পাতা মিশ্রিত গরম পানি ও সাবান দিয়ে প্রথমে মাথা ও দাড়ি ধুবে। পরে মাইয়্যেতকে বাম পাশে শুইয়ে ডান পাশে ও ডান পাশে শুইয়ে বাম পাশে ভালোভাবে ধৌত করবে। অতঃপর কোনো কিছুর সাহায্যে বসানোর মতো করে মৃতের পেট ধীরে ধীরে মালিশ করার পর কোনো নাপাকি বের হলে ধৌত করে দেবে। পরে স্বাভাবিকভাবে তাকে গোসল করিয়ে দেবে।
মাইয়্যেত জুনুবী, হায়েযা বা নুফাসা হলে তুলা ভিজিয়ে দাঁত ও মাড়িতে এবং নাকের ছিদ্রের অগ্রভাগে ওজুর সময় ভিজিয়ে দেবে। এতে ফরয গোসল ও সুন্নাত আদায় হয়ে যাবে। (১৩/১২৪)