উৎপাদিত শষ্যের যাকাত ও উশরী/খারাজী জমির পরিচয়
প্রশ্ন : ১. জমি থেকে উৎপাদিত ধান, গম, শষ্য ইত্যাদির ফসলের উপরও যাকাতের বিধান রয়েছে কিনা? থাকলে তা কিভাবে আদায় করতে হবে ?
২. উশরী জমি এবং খারাজি জমির পরিচয় কী? উভয় জমির উৎপাদিত ফসলের যাকাতের বিধান কি ভিন্ন, না একই ?
উত্তর : যেসব জমি বর্তমানে মুসলমানদের মালিকানায় রয়েছে এবং মুসলমানদের থেকেই ক্রয় বা মীরাসসূত্রে মুসলমানদের মালিকানায় এসেছে তা উশরী জমি। পক্ষান্তরে যেসব জমি বর্তমানে বা অতীতের কোনোকালে বিজাতীদের মালিকানায় থাকা সাব্যস্ত হবে, তা খারাজী জমি বলে বিবেচিত। আমাদের দেশের হুকুমও অনুরূপ। আর উশরী জমিতে উশর দেয়া ওয়াজিব।
উশর ও খারাজের পরিমাণ : শ্রম বা অর্থের বিনিময়ে জমিতে সেঁচ দেয়া না হলে উৎপন্ন ফসলের উশর অর্থাৎ দশ ভাগের এক ভাগ দান করে দিতে হবে। পক্ষান্তরে শ্রম বা অর্থের বিনিময়ে সেঁচ দেওয়া হলে বিশ ভাগের এক ভাগ দিতে হবে। খারাজের পরিমাণ মুসলিম রাষ্ট্র নির্ধারণ করবে। (১৪/৫২২/৫৬৯৭)
Tag:শষ্য