ঈসালে সাওয়াব উপলক্ষে ওয়াজ-মাহফিল করা
প্রশ্ন :
১. ঈসালে সাওয়াবের জন্য ওয়াজ-মাহফিল করা জায়েয হবে কি না?
২. ওই মাহফিলে আমন্ত্রিত বক্তার জন্য হাদিয়া নেওয়া জায়েয হবে কি না?
উত্তর :
১. যেকোনো নেক কাজের মাধ্যমে ঈসালে সাওয়াব করা যায়। তাই শরীয়তের গণ্ডির ভেতর থেকে ওয়াজ-মাহফিলের মাধ্যমেও ঈসালে সাওয়াব করা জায়েয। কিন্তু সামাজিক প্রথার বশবর্তী হয়ে বা মৃত্যুর তারিখ অনুযায়ী প্রতি বছর উক্ত তারিখেই ওয়াজের আয়োজন করা শরীয়ত সমর্থিত নয়। তা অবশ্যই বর্জনীয়। (১৮/৭৯৬/৭৮৫০)
২. হ্যাঁ, উক্ত ওয়াজ-মাহফিলে আমন্ত্রিত বক্তাদের জন্য নিয়মতান্ত্রিক হাদিয়া নেওয়া বৈধ।
Tag:ঈসালে সাওয়াব