ঈসালে সাওয়াবের সঠিক পদ্ধতি
প্রশ্ন : কেউ মারা গেলে তার ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে তিন দিন, সাত দিন বা চল্লিশ দিনের নামে একটি অনুষ্ঠান করা হয়। এভাবে অনুষ্ঠান করা কোরআন-হাদীস মতে জায়েয আছে কি না? মাইয়্যেতের জন্য ঈসালে সাওয়াবের সঠিক পদ্ধতি কী? দয়া করে কোরআন ও হাদীসের আলোকে জানাবেন।
উত্তর : মৃতের জন্য ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে তিন দিন, সাত দিন বা চল্লিশা নামে যে অনুষ্ঠান করা হয় তা হক্কানী উলামায়ে কেরামের সর্বসম্মত মতানুসারে নাজায়েয এবং প্রথার অন্তর্ভুক্ত। মাইয়্যেতের জন্য ঈসালে সাওয়াবের কোনো দিন-তারিখ নির্ধারিত নেই। অনুরূপ ঈসালে সাওয়াবের জন্য বিশেষ কোনো পদ্ধতি ও বিশেষ কোনো জিনিসেরও সীমাবদ্ধতা নেই। বরং মাইয়্যেতের বালেগ ওয়ারিসগণ যখন যা ইচ্ছা যেমনÑটাকা-পয়সা সদকা করা, কোরআন পাঠ, তাসবীহ-তাহলীল, গরিব-মিসকীনদের খাওয়ানো ইত্যাদির মাধ্যমে ঈসালে সাওয়াব করতে পারে। (১৩/৫৪৪/৫৩৫১)