ইস্তিঞ্জাখানা ও গোসলখানায় بسم اﷲ ও দু’আ পড়া
প্রশ্ন : টয়লেটের সাথে লাগানো ওজুখানা বা গোসলখানায় بسم اﷲ ও ওজুর দু’আ পড়া বৈধ কি না?
উত্তর : টয়লেটের সাথে লাগানো ওজুখানা বা গোসলখানার মাঝখানে যদি এমন প্রাচীর বা পাটিশন থাকে, যার দ্বারা দুটিকে দুই স্থান হিসেবে গণ্য করা যায়। তাহলে উক্ত স্থানে بسم اﷲ ও ওজুর দু’আ পড়া জায়েয, অন্যথায় জায়েয নেই। (১৮/৬৬৩/৭৭৬৬)