ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি
প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে নেতা নির্বাচন পদ্ধতি ইলেকশনের মাধ্যমে, নাকি সিলেকশনের মাধ্যমে? যদি ইলেকশনের মাধ্যমে জায়েয হয় তাহলে রাসূলের যুগে এই নিয়ম ছিল কি না? না থাকলে বিদ’আত কি না? কোরআন-হাদীসের আলোকে জানাবেন।
উত্তর : প্রচলিত গণতন্ত্রের অনেক ধারা-উপধারাকে ইসলাম সমর্থন করে না। বরং ইসলাম খিলাফত প্রতিষ্ঠায় বিশ্বাসী। ইসলামে খলীফা বা আমির নির্বাচনের একটি পদ্ধতি হলো, খোদাভীরু ইসলামী আক্বীদায় অটল ও রাষ্ট্রীয় বিষয়াদিতে বিচক্ষণ সদস্য দ্বারা গঠিত শুরার মাধ্যমে খলীফা বা আমির নিযুক্ত করা। রাসূলের যুগে প্রচলিত ইলেকশন-সিলেকশন বলতে কিছুই ছিল না। (১০/১৭০/৩০৫৯)
Tag:নেতা