ইমাম হওয়ার শর্ত
প্রশ্ন : ইমাম হওয়ার শর্তসমূহ কী?
উত্তর : নামাযের যাবতীয় মাসায়েল জানা, সহীহ-শুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করতে পারা এবং সুন্নাতের পাবন্দি করা ইমাম হওয়ার পূর্বশর্ত। এতদসত্ত্বেও উপস্থিত লোকদের মধ্যে তুলনামূলক ভালো ব্যক্তিও নামাযের ইমামতি করলে সহীহ হয়। (বাদায়েউস সানায়ে : ১/১৫৭)
Tag:ইমাম হওয়ার শর্ত