ইমামের হদস হলে খলীফা কিভাবে নামায পুরা করবে
প্রশ্ন : ইমাম সাহেব যখন সিজদায় যান তখন তাঁর ‘হদস’ হয়, এরপর পেছন থেকে যাকে ইমাম বানাল সে প্রথম সিজদা করবে কি না? যদি ইমাম সাহেবের কিরাত পড়া অবস্থায় হদস হয়, তাহলে দ্বিতীয় ইমাম নিয়্যাত বাধা অবস্থায় সামনে যাবেন, না ছেড়ে দিয়ে যাবেন? যদি ছেড়ে দিয়ে যান, তাহলে নামাযের কোনো ক্ষতি হবে কি না? আর প্রথম ইমাম সাহেব কিরাত যেখান থেকে ছেড়ে দিয়েছেন, ইমাম হওয়ার পর দ্বিতীয় ইমাম সাহেব কি সেখান থেকে পড়বেন নাকি শুরু থেকে পড়বেন?
উত্তর : হ্যাঁ, যে সিজদার মধ্যে হদস হয়েছে সে সিজদা পুনরায় আদায় করতে হবে। প্রথম ইমাম হাত কপালে রেখে ইশারা করবেন। দ্বিতীয় ইমাম নিয়্যাত বাধা (তথা হাত বাঁধা) অবস্থায় সামনে যাবে, তবে হাত ছেড়ে দিলেও অসুবিধা নেই। প্রথম ইমামের যদি ওয়াজিব পরিমাণ কিরাত আদায় হয়ে যায় তাহলে দ্বিতীয় ইমাম রুকুতে চলে যাবে, অন্যথায় প্রথম ইমামের রেখে যাওয়া স্থান থেকে পড়বে। (১৬/৯৭৯/৬৮৮৪)
Tag:খলীফা