ইমামের সাথে এক তাকবীর দিতে না পারলে করণীয়
প্রশ্ন : ইমাম সাহেব জোহরের নামাযের পর জানাযার নামায এত দ্রুত শুরু করে, যারা নিচতলায় ছিল তারা চার তাকবীরে নামায আদায় করে, আর যারা দ্বিতীয় তলায় ছিল তারা তিন তাকবীরে নামায আদায় করে। প্রায় জনাযার নামাযে এমনটি হয়। এই অনাকাক্সিক্ষত ঘটনা ও জানাযার নামায নিয়ে এই প্রহসনমূলক আচরণ করার জন্য দায়ী কে? এতে কি গোনাহ হয়েছে? কোরআন-সুন্নাহর আলোকে এর ফয়সালা কী?
উত্তর : জানাযার নামাযের ঘোষণা হওয়ার পর ইমামের নামায শুরু করে দেওয়া আপত্তিকর নয়। এমতাবস্থায় উপস্থিত যারা প্রথম তাকবীর ইমামের সঙ্গে সঙ্গে বলতে পারল না, তারা ইমামের দ্বিতীয় তাকবীর বলার পূর্বে নিজেরা প্রথম তাকবীর বলে নামাযে শরীক হয়ে যাবে এবং ইমামের সালামের পর অবশিষ্ট তাকবীর বলে সালাম ফেরাবে। (১৩/৩৯৮/৫২৭৯)