ইমামের যোগ্যতা
প্রশ্ন : একজন ইমামের যোগ্যতা কী পরিমাণ থাকা জরুরি?
উত্তর : শরীয়তের দৃষ্টিতে যেহেতু ইমামতি একটি গুরুত্বপূর্ণ দ¦ায়িত্ব। তাই এমন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করবে; যিনি দ্বীনদার মুত্তাকী নামাযের মাসআলা বেশি অবগত কোরআন সহীহ-শুদ্ধভাবে পড়তে পারে এবং সুন্নাত পরিমাণ কিরাত মুখস্থ আছে ইত্যাদি। (আদ্দুররুল মুখতার : ১/৫৫৭, ফাতা্ওয়ায়ে মাহমুদিয়া : ১৬/৬৫৫)