ইবরাহীম (আ.) কি মায়ের সাথে বেয়াদবী করেছেন
প্রশ্ন: মুহতারাম, আমাদের দনিয়া বড় জামে মসজিদে একজন টাইটেল পাস খতীব রাখা হয়েছে। শুধু জুমু’আ এবং বিভিন্ন সময় অনুষ্ঠানের নামায পড়াবার জন্য। গত শবে মেরাজে বয়ানের এক পর্যায়ে বলেন, হযরত ইব্রাহীম (আলাইহিস্ সালাতু ওয়াস্সালাম) মায়ের সঙ্গে বেয়াদবী করেছেন। বাবা-মা তাঁকে অভিশাপ দিয়েছিলেন যার কারণে নমরূদ ইব্রাহীম (আলাইহিস্ সালাতু ওয়াসসালাম)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল।
প্রশ্ন হলো, হযরত ইব্রাহীম (আলাইহিস সালাম) একজন মর্যদাসম্পন্ন নবী ছিলেন যিনি ‘খলীল’ আল্লাহর বন্ধু, আবার এদিকে বাবা-মায়ের সঙ্গে বেয়াদবী করা কবিরা গোনাহ, তাহলে কি ইব্রাহীম (আলাইহিস সালাম) কবীরা গোনাহ করেছিলেন? অথচ আমরা শুনেছি, নবীদের দ্বারা গোনাহ সংঘটিত হওয়া অসম্ভব, আল্লাহ তা’আলা নিজ কুদরতে হেফাজত করেন।
উত্তর : প্রশ্নে বর্ণিত খতীব সাহেবের বক্তব্যে ইব্রাহীম (আ.)-এর ব্যাপারে তাঁর মায়ের সাথে বেয়াদবী করার ঘটনা কোনো কিতাবে পাওয়া যায়নি। বরং ইতিহাস গ্রন্থে এর বিপরীত ইব্রাহীম (আ.) তাঁর মায়ের সাথে সুসম্পর্ক ও ইব্রাহীম (আ.) মায়ের অনুগত থাকার প্রমাণ পাওয়া যায়। নবীর শানে এ ধরনের ভিত্তিহীন বয়ান করে মানুষকে বিভ্রান্ত করা কোনো হক্বপন্থী আলেম দ্বারা সম্ভব নয়। (১৬/৩৭৩/৬৫২৫)
Tag:বেয়াদবী