ইচ্ছাকৃত জুমু’আ ছেড়ে দিলে কাফের হয় না
প্রশ্ন : শুনেছি, হাদীসে আছে যে ব্যক্তি পর পর তিনটি জুমু’আ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তবে তার নাম মুসলমানের তালিকা থেকে কেটে যায়। অর্থাৎ কাফের হয়ে যায়। জানার বিষয় হলো, সত্যিই কি তা হয়? নাকি এটা ধমকি হিসেবে এসেছে। যদি তা-ই হয়, তাহলে তার স্ত্রী কি তালাক হয়ে যাবে? কারণ কাফের হওয়ার সাথে সাথেই শরীয়ত মতে তাদের মাঝে বিচ্ছিন্নতা হয়ে যাবে।
উত্তর : জুমু’আর নামায ফরয হওয়ায় কোনো মুসলমানের জন্য এক জুমু’আও ছাড়ার অনুমতি নেই। যে ব্যক্তি জুমু’আর নামাযকে ফরয মনে করার পরও অলসতায় পড়বে না তার জন্য শরীয়ত কর্তৃক কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে, তবে কাফের হবে না। হ্যাঁ, যে ব্যক্তি জুমু’আর নামায অস্বীকার করবে সে মুসলমান থাকবে না। (১২/৩৩৬/৩৯২৩)