ইংরেজি শেখার হুকুম
প্রশ্ন : পূর্বসূরীদের কেউ বলেছেন, ইংরেজি শিক্ষা হারাম। কেউ বলেছেন, মাকরূহে তাহরীমি। এগুলো কি ফতওয়া, নাকি উক্তি? এ ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি জানতে চাই।
উত্তর : আক্বীদা, আমল, আখলাক ঠিক রেখে একটি ভাষা হিসেবে ইংরেজি শেখা জায়েয আছে। কিন্তু সাধারণত দেখা যায় যে প্রয়োজনের বেশি প্রচলিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমল-আখলাক নষ্ট হয়ে যায়। তাই বাস্তব জীবনে উক্ত পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে লক্ষ্য করে নিষেধ করা হয়। (১৮/৬৭০/৭৭৯০)