আয়াতুল কুরসী ও সূরা আদিয়াতের ফজীলত
প্রশ্ন : আয়াতুল কুরসী চারবার পড়লে একবার কোরআন শরীফ পড়ার পরিমাণ সাওয়াব হয়। (তাফসীরে মাওয়াহিবুর রহমান) সূরা আদিয়াত দুবার পড়লে একবার কোরআন শরীফ পড়ার পরিমাণ সাওয়াব হয় ইত্যাদি ফজীলতগুলো কতটুকু হাদীসসম্মত? ‘তাফসীরে মাওয়াহিবুর রহমান’ কতটুকু গ্রহণযোগ্য?
উত্তর : আয়াতুল কুরসীর ফজীলত সম্পর্কে হাদীসে নির্ভরযোগ্য অনেক ধরনের ফজীলত বর্ণিত হয়েছে। তবে চারবার আয়াতুল কুরসী পড়লে একবার কোরআন শরীফ পড়ার পরিমাণ সাওয়াব হয় মর্মে কোনো হাদীস পাওয়া যায়নি। (৮/৬১১/২১৯৯)
سنن الترمذي (دارالحدیث) ۵/ ۷ (۲۸۷۹) : عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” من قرأ حم المؤمن إلى {إليه المصير} [غافر: وآية الكرسي حين يصبح حفظ بهما حتى يمسي، ومن قرأهما حين يمسي حفظ بهما حتى يصبح “۔
وفیه ایضا ۵/ ۷ (۲۸۷۸) : عن أبي هريرةؓ، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ্রلكل شيء سنام، وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سيدة آي القرآن، هي آية الكرسيগ্ধ ۔
“সূরা আদিয়াত দুবার পড়লে একবার কোরআন শরীফ পড়ার পরিমাণ সাওয়াব হয়।” এ ধরনের কোনো হাদীস প্রসিদ্ধ হাদীসের কিতাবে নেই। তবে তাফসীরে দুররে মানসূরে ইবনে আব্বাস (রা.)-এর সনদে যে হাদীস উল্লেখ করা হয়েছে তার মর্ম এই ‘‘اذا زلزلت’’অর্ধ কোরআনের সমান, ‘والعٰدیٰت’’’ অর্ধ কোরআনের সমান, قل ھو الله এক-তৃতীয়াংশ কোরআনের সমান এবং قل یا ایھا الکٰفرون এক-চতুর্থাংশ কোরআনের সমান। এ ধরনের হাদীসের ব্যাখ্যায় বিভিন্ন উক্তি পাওয়া যায়।
প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য তাফসীরের তালিকায় তাফসীরে মাওয়াহিবুর রহমানের নাম পাওয়া যায় না।