আশহুরে হারামের হুকুম রহিত হয়ে গেছে
প্রশ্ন : কোরআন শরীফে বর্ণিত সম্মানিত চার মাস, যা পূর্ববর্তী সকল নবীর শরীয়তসমূহেও সম্মানিত মনে করা হতো এবং এ চার মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। প্রশ্ন হলো, আমাদের শরীয়তেও তা বলবৎ আছে কি না? এবং রমাজান মাসও উক্ত মাসসমূহের মতো সম্মানিত হয়ে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ বলে বিবেচিত হবে কি না? আমাদের শরীয়তের ন্যায় পূর্ববর্তী যুগেও রমাজান মাস গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ছিল কি না?
উত্তর : আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শরীয়তে উক্ত চার মাসের সম্মান পূর্ববর্তী নবীদের শরীয়তের মতো অব্যাহত। তবে নির্ভরযোগ্য মতানুযায়ী উক্ত চার মাসে যুদ্ধের হুকুম রহিত হয়ে গেছে। তাই উক্ত মাসে যুদ্ধ করার অনুমতি আছে।
পবিত্র মাহে রমাজানের সম্মান, মর্যাদা, ফজীলত সমস্ত নবীর যুুগে বলবৎ ছিল। আল্লাহ তা’আলা উক্ত মাসের বিভিন্ন তারিখে প্রায় সমস্ত আসমানী কিতাব অবতীর্ণ করেছেন।
মাহে রমাজানকে উক্ত চার মাসের অন্তর্ভুক্ত করার কোনো যুক্তি নেই। কেননা আল্লাহ তা’আলা মাহে রমাজানকে আগে থেকেই সম্মানিত করেছেন। তাই কোনো নবীর যুগে মাহে রমাজানে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল না। (১০/৬৮৩/৩৬৭৯)
তাফসিরে কুরতুবি : 4/117, মাআরিফুল কুরআন : 1/520, আত তাফসিরুল কাবির : 16/42, মুসনাদে আহমদ : 28/191