আশরাফিয়া মাদ্রাসা গাজীপুর
টেকনগপাড়া, চান্দনা-চৌরাস্তা, গাজীপুর ।
সমগ্র পৃথিবীর সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য আর মানব জাতির সৃষ্টি সৃষ্টিকর্তার মারেফাতের জন্য। এই মারেফাতে ইলাহী আসমানী ইলম ব্যতিত সম্ভব নয়। মানব জাতির ঊষালগ্ন থেকেই যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে চালু রয়েছে আসমানী ইলমের এই ধারা এবং শেষ নবী (সাঃ) এর পর তারই উত্তরসুরী উলামায়ে কেরামের মাধ্যমে যা আজও বিদ্যমান। তবে তার রূপ হয়েছে বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের। বর্তমান এই ধারাটি চালু রয়েছে প্রতিষ্ঠান কেন্দ্রিক। ঐতিহ্যবাহী “দারুল উলুম দেওবন্দ” এর অনুসারী কওমী মাদ্রাসাগুলাে আমাদের দেশে এতদুদ্দেশ্যে ভূমিকা রাখছে। কার্যকরভাবে এরই ধারাবাহিকতায় জয়দেবপুর চৌরাস্তা এলাকায় একটি মানসম্পন্ন কওমী মাদ্রাসার খুবই অভাব ছিল । কিন্তু জায়গার ব্যবস্থা না হওয়ায় এ অভাব পূরণ হয়নি এবং এর জন্য আল্লাহর দরবারে দোআ চালু ছিল। এরই মধ্যে আল্লাহর এক বান্দা দ্বীনের হিতাকাঙ্ক্ষী জয়দেবপুর চৌরাস্তা থেকে দুই কিলােমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ রােড সংলগ্ন কয়েল ফ্যাক্টরি টেকনগপাড়ায় এক বিঘা জমি মাদ্রাসার জন্য দান করেন।
পরবর্তীতে উক্ত স্থানে গত ২৫/০৬/২৬ হিজরী মােতাবেক ৩০/৬/২০০৮ইং রােজ সােমবার অনেক স্বনামধন্য উলামায়ে কেরাম ও তালেবে ইলমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে “আশরাফিয়া মাদ্রাসা” নামে এর ভিত্তি রাখা হয়। আলহামদুলিল্লাহ প্রথমে ৯০x২০ ফুট কাঁচা ঘর নির্মাণ করা বর্তমানে আশরাফিয়া মাদ্রাসার ভবন, শিক্ষা ভবন ও ছাত্রাবাস খুব সংক্ষিপ্ত সময়ে মাদরাসার দক্ষিণ পার্শ্বে ১১০X৩০ ফুট ৫ তলা ফাউন্ডেশনে ২য় তলার কাজ সম্পন্ন হয় ।
জামে মসজিদ
মাদরাসার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ এবং এলাকার মুছুল্লীদের নামাজের সুবিধার্থে ৭০x৫১ ফুট পাঁচতলা ফাউন্ডেশনে ২য় তলার কাজ সম্পন্ন হয় ।
মােবাইল: ০১৮১৯-২৫৮৪৪১ ০১৭১১-৮০৩৪০৯
ব্যাংক একাউন্ট হিসাব নং- ০৩৬১১২০০৩৩৯৮০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ
জয়দেবপুর চৌরাস্তা শাখা, গাজীপুর।
মাদ্রাসার শিক্ষা বিষয়ক বিভাগসমূহ
হিফযুল কুরআন বিভাগ
দক্ষ ও বিজ্ঞ আলেম হাফেজগণের সার্বিক তত্ত্বাবধানে তাজবীদ সহকারে কুরআনে কারীমের হিফয করানাে হয় ।
কিতাব বিভাগ
আকাবিরে দেওবন্দের মতাদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তাদেরই প্রণীত যুগােপযােগী নেসাবে তা’লীমের (সিলেবাস) মাধ্যমে। সুন্নাত মােতাবেক পরিবেশে জামাতে দাহুম থেকে জামাতে মিশকাত পর্যন্ত পাঠদানের সুব্যবস্থা আছে।
তাজবীদুল কুরআন বিভাগ
অভিজ্ঞ কৃারী সাহেবের মাধ্যমে সকল ছাত্রদের জন্য তাসহীহে কুরআনের বিশেষ গুরুত্ব দেওয়া হয় ।
বিশেষ প্রশিক্ষণ
প্রতি রমযান মাসে অভিজ্ঞ ও বরেণ্য উলামায়ে কেরামের মাধ্যমে নাহু, সরফ, আরবী সাহিত্য ও অন্যান্য যুগােপযােগী বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয় ।
তরবিয়ত ও সুন্নাতের প্রশিক্ষণ
ছাত্রদের আমল, আখলাক এবং সুন্নাত মােতাবেক যিন্দেগী গঠনের লক্ষ্যে দৈনন্দিন করণীয় সকল কাজে সুন্নাতের আমলী মাশক এবং আকাবিরগণের মালফুজাতের তা’লীম এর ব্যবস্থা আছে। উক্ত প্রতিষ্ঠান সরকারী বা বেসরকারী সুনির্দিষ্ট কোন আয়ের উপর নির্ভর করে পরিচালিত নয় বরং মুসলিম জনসাধারণের দেওয়া এবং সাহায্য সহযােগিতায় পরিচালিত হয়ে আসছে। তাই এমনভাবে অনুদান চাওয়া হয় না যাতে করে মানুষ লজ্জা ও ব্রিত বােধ করেন বরং এমনভাবে বলা হয় যে আপনার কাছে এই কর্মসূচী গুরুত্বপূর্ণ মনে হলে অত্র প্রতিষ্ঠানের সার্বিক সহযােগিতায় অবশ্যই এগিয়ে আসবেন । যাকাতের টাকা প্রদানকালে নির্দিষ্ট করে দিতে হবে । যা কেবল যাকাতের উপযােগী ছাত্রদের ভরণপােষণ বাবদ ব্যয় করা হবে । অন্যান্য যাবতীয় অনুদান আশরাফিয়া মাদ্রাসা কমপ্লেক্সের কাজে ব্যয় করা হয় ।