“আল্লাহকে ভয় পাই না, মানুষকে কেন ভয় পাব” বলা
প্রশ্ন : যায়েদকে রোজার মাসে দিনের বেলায় পানাহার করতে দেখে আমর বলল, “ভাই, রোজার মাসে দিনের বেলায় খাইলে চুপে চুপে খাও।”যায়েদ উত্তরে বলল, “আল্লাহকে ভয় পাই না, মানুষকে কেন ভয় পাইব?” আমর বলল, আল্লাহ তা’আলা কোরআনে বলেছেন, اتقواللہ حق تقاته অর্থাৎ : “আল্লাহকে ভয় করার মতো ভয় করো।” আর তুমি বলো, “ভয় করো না” অথচ কোরআনে উল্লেখ আছে, أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ কাজেই তুমি কাফের, তোমার তাওবা করতে হবে অন্যথায় মুসলমান থাকবে না।
প্রশ্ন হলো, যায়েদأَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ এর অন্তর্ভুক্ত হয়েছে কি না? আর আমরের জন্য ওই রকম বলা কতটুকু ঠিক হয়েছে?
উত্তর : উল্লিখিত বর্ণনা মতে যায়েদের উচ্চারিত বাক্যের দ্বারা সে কাফের হবে না। সে মুসলমানই থাকবে, যদিও এ ধরনের বাক্য উচ্চারণ করা অনুচিত। কারণ আমরের নসীহতমূলক বাক্য “ভাই চুপে চুপে খাও”-এর উত্তরে যায়েদের বাক্য “আল্লাহকে ভয় পাই না, মানুষকে কেন ভয় পাইব”Ñএ ধরনের কথাবার্তায় শাব্দিক অর্থ বোঝানো হয় না বরং ব্যবহারিক অর্থ বোঝানো হয়। আর এখানে ব্যবহারিক অর্থ হলো : যে কাজ হতে আল্লাহকে ভয় করে বিরত থাকা দরকার, যখন সেই আল্লাহকে ভয় করছি না, তখন মানুষকে কেন ভয় করব? (১/৬৮/৫০)