‘আলাইহিস সালাম’ দরূদের অন্তর্ভুক্ত
প্রশ্ন : জনৈক আলেম বয়ানে ও হাদীস বর্ণনার সময় আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আলোচনা আসলে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলেন না, ‘আলাইহিস সালাম’ বলেন। তাঁর ঈমান ও আক্বীদার এবং তাঁর পেছনে ইকতেদার হুকুম কী?
উত্তর : নবীয়ে পাক (সা.)-এর নাম মুবারকের সাথে সাথে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ ও ‘আলাইহিস সালাম’ উভয়টির যেকোনো একটি পড়ার অনুমতি আছে। সুতরাং ইমাম সাহেবের ঈমান-আক্বীদা সবই ঠিক আছে। তার পেছনে ইকতেদা করতে কোনো অসুবিধা নেই। (১৭/৮৪৭/৭৩০৭)
Tag:দরূদের