আযানের পূর্বে বিশেষ দরূদ
প্রশ্ন : বহু বছর হতে দেখে আসছি, কিছুসংখ্যক লোক আযানের পূর্বে
الصلاة والسلام علیك یا حیب الله یا رسول الله یا شفیع المذنبین
এ ধরনের বিভিন্ন শব্দ বলে থাকে। জানার বিষয় হলো, শরীয়তের দৃষ্টিতে এগুলো জায়েয নাকি বিদ’আত? যদি বিদ’আত হয় তাহলে এর প্রচলন কে কখন কোথায় কিভাবে শুরু করেছিল?
উত্তর : ইসলামের স্বর্ণযুগ তথা নবী করীম (সা.) সাহাবায়ে কেরাম (রা.) তাবেঈন তাবেতাবেঈন (রহ.)-এর যুগে আযানের পূর্বে প্রচলিত সালাত-সালামের কোনো প্রথা ছিল না। ৭৮১ হিজরী রবিউস সানী মাসে সোমবার দিবাগত রাতে এশার আযানের পরে সালাম পড়ার প্রচলন সর্বপ্রথম বাদশা সালাহ উদ্দীন আইয়ুবীর নির্দেশে কিছু সরকারি কর্মকর্তারা চালু করেন। অতঃপর শুক্রবার দিন জুমু’আর আযানের পর এর প্রচলন হয়। পরবর্তীতে এই সালাত ও সালাম পড়ার প্রথা আযানের পূর্বেও কিছু কিছু সমাজে চালু হয়ে যায়। তাই আযানের পূর্বে সালাত ও সালামের প্রথা নব আবিষ্কৃত হওয়ায় নবীপ্রেমিক উম্মতের জন্য এ প্রথা পরিহার করা ঈমানী দায়িত্ব। (১৮/২৫/৭৪৬২)