আযানের আগে দরূদ ও ইস্তেগফার
প্রশ্ন : একটি দল আযান দেওয়ার পূর্বে দরূদ শরীফ ও ইস্তেগফার পড়ে, অতঃপর আযান দেয় এবং বলে, এ কাজটি সুন্নাত। আমার জানার বিষয় হলো, এটি শরয়ী বিধান অনুযায়ী কতটুকু বৈধ বা এর বাস্তবতা কোনো হাদীসে উল্লেখ আছে কি না?
উত্তর : দরূদ ও ইস্তেগফার পাঠ করা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। তবে আযানের পূর্বে দরূদ ইস্তেগফার পড়া ও তাকে সুন্নাত মনে করা কোনোটাই সঠিক নয়। বরং ইসলামী শরীয়তে তার কোনো প্রমাণ না থাকায় তা বর্জনীয়। তবে আযানের পর দরূদ পাঠ হাদীস দ্বারা প্রমাণিত। ১৭/২৭৮/৭০২৮