আযানেالصلاة خیر من النوم এর সংযোজন
প্রশ্ন : ফজরের আযানে الصلاة خیر من النوم -এ বাক্যটি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা.)-এর স্বপ্নের মধ্যে ছিল কি না? নাকি পরে সংযোজন করা হয়েছে? সংযোজিত হলে কখন করা হয়েছে এবং কেন?
উত্তর : এ বাক্যটি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নের মধ্যে ছিল না। বরং পরবর্তীতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নির্দেশে হযরত বেলাল (রা.) সর্বপ্রথম সংযোজন করেছিলেন। তার ঘটনাটি এরূপ, বেলাল (রা.) একদা ফজরের আযান দিতে এসে রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঘুমন্ত অবস্থায় পেয়ে বলে উঠলেন,الصلاة خیر من النوم (ঘুম থেকে নামায ভালো), কথাটি তিনি দু’বার বললেন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা শুনে তাঁকে বললেন, বেলাল! তোমার কথাটি অনেক সুন্দর হয়েছে, আজ থেকে তুমি তা তোমার আযানে সংযোজন করে নাও। (১৬/৩১/৬৩৮২)