আমেরিকায় কিবলার দিক নির্ণয়
প্রশ্ন : আমি গত মার্চ মাসে ২৫ দিনের জন্য ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। সেখানে খুবই দুঃখের সহিত লক্ষ করেছিলাম যে সেখানকার মুসলমানরা উত্তর-পূর্ব দিকে (৩০০Ñ৩৫০) নামায পড়ে। মসজিদের মেহরাবগুলোও সেভাবে নির্মিত। আমার হিসাব মতে, কিবলা সেখান থেকে পূর্ব দিকে (১০০০Ñ১০৫০)। প্রতিটি মসজিদেরই একই অবস্থা। ফেতনা হওয়ার আশঙ্কায় আমি কোনো উচ্চবাক্য করিনি। তবে তাদের জিজ্ঞেস করে জানতে পারলাম আমেরিকার একটি সংস্থা রংহধ (রংষধসরপ ংড়পরবঃু ড়ভ হড়ৎঃয ধসবৎরপধ) পরোক্ষভাবে মসজিদগুলোকে কন্ট্রোল করে এবং তাদের আদেশেই বিভিন্ন মসজিদে কিবলার দিক পরিবর্তন করেছে। (এককালে তারা পূর্ব দিকেই নামায পড়ত) হয়তো বা (রংহধ) কর্তৃপক্ষ ম্যাপ থেকে দিক না মেপে (এষড়নব) থেকে দিক মেপেছে, এ জন্যই এই বিভ্রান্তি। আমেরিকায় থাকাকালীন আমি এ ব্যাপারে খুব পেরেশান ছিলাম এবং ঠিক করলাম দেশে ফিরে আমি যথাযথ কর্তৃপক্ষ হতে কিবলার দিক জেনে উপযুক্ত মুফতী হতে মাস’আলা জেনে নেব। সে মতে আমি বিমানবাহিনীর অপারেশন বিভাগে চিঠি লিখি। তারা আমাকে জানায় যেÑ
১. আমেরিকার বড় বড় শহর হতে কিবলা ৯৫০Ñ১০২০। (চিঠির জবাবের ফটোকপি সংযুক্তি হিসেবে দেওয়া হলো।)
২. (এষড়নব) হতে দিক মাপা ঠিক হবে না।
৩. (রংহধ)-কে মোকাবিলা করার জন্য উপরোক্ত দুটি তথ্যই মার্কিন বিমানবাহিনী অথবা ব্রিটিশ বিমানবাহিনী হতে তারা জোগাড় করে দেবে।
জনাব, এমতাবস্থায় আমার প্রশ্ন : (ক) আমি পরিবেশ রক্ষার খাতিরে ২০-২২ দিন উত্তর-পূর্ব দিকে নামায পড়লাম, তার কী হবে?
(খ) আমেরিকাতে আমাদের মুসলমান ভাইয়েরা যে ভুল দিকে নামায পড়ছে তারই বা কী হবে? এমতাবস্থায় কী করা উচিত?
উত্তর : নামাযে কিবলামুখী হওয়ার বিষয়টি নিকটবর্তী (যে চোখে কা’বাঘর দেখে) আর দূরবর্তী (কা’বাঘর যার চোখের অন্তরালে) উভয়ের বেলায় এক ধরনের নয়। দ্বিতীয়োক্ত লোকদের বেলায় জিহাতে কা’বা কিবলা হিসেবে নির্ধারিত। যা স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। জিহাতে কা’বার ব্যাখ্যা ফিকাহবিশারদগণ এভাবে দিয়ে থাকেন যে কা’বার ওপর দিয়ে যে রেখাটি উত্তর-দক্ষিণ মেরু প্রান্তে পৌঁছে সে রেখাকে মুসল্লির চেহারা থেকে সোজাভাবে নির্গত রেখাটি ছেদ করলে উভয় রেখার মিলনস্থলে সমকোণ তৈরি হয়। এরূপ সমকোণ তৈরি হলেই মুসল্লি প্রকৃত কিবলামুখী হয়েছে বলে ফিকাহবিদগণ সিদ্ধান্ত দেন। উপরোক্ত মূলনীতি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের সঠিক কিবলা উত্তর-পূর্ব দিকে হওয়াই শরীয়ত ও জ্যামিতিক মূলনীতিসম্মত; এর বিপরীত দিক নয়। সুতরাং সন্দেহ থাকা সত্তে¡ও আপনার নামায শুদ্ধ হয়েছে। সকল মুসলমানের আমল ও মসজিদ থাকতে সেখানে কিবলার ব্যাপারে সন্দেহ পোষণ করা উচিত নয়। (৫/৪০/৮০৩)