আমলের হিসাব মাযহাবের ভিত্তিতে
প্রশ্ন : মানুষের আমলের হিসাব মাযহাব অনুযায়ী হবে কি না? প্রমাণসহ জানতে চাই।
উত্তর : মুসলমান হিসেবে সবাই কেবল আল্লাহ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আনুগত্য করতে হবে এবং সে ভিত্তিতেই আমলের হিসাব-নিকাশ হবে। কিন্তু অস্পষ্ট বা জটিল কিংবা মতবিরোধপূর্ণ আহকামের ক্ষেত্রে আল্লাহ ও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পরিপক্ব ইলমসম্পন্ন অভিজ্ঞ ব্যক্তির অনুসরণ করার হুকুম দিয়েছেন। তাই উক্ত আহকামসমূহের ক্ষেত্রে যে যেই মাযহাবের অনুসরণ করবে তার আমলের হিসাব ওই মাযহাবের ভিত্তিতেই হবে। (১৮/৭৩/৭৪৪৫)