আত্মশুদ্ধি ফরয, মুরীদ হওয়া নয়
প্রশ্ন : কোরআন-হাদীসের দৃষ্টিতে পীরের নিকট মুরীদ হওয়া ফরয, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? কেউ কেউ বলেন যে প্রচলিত চার তরীকার কোনো এক তরীকার হক্কানী পীরের নিকট মুরীদ হওয়া ফরয। মুরীদ না হলে ফরয ছেড়ে দেওয়ার অপরাধে অপরাধী হয়ে জাহান্নামে যেতে হবে।
উত্তর : ইসলাহে নফস তথা আত্মশুদ্ধি ফরয, যেকোনো উপায়ে তা অবশ্যই অর্জন করতে হবে এবং এর জন্য হক্কানী উলামা-মাশায়েখের শরণাপন্ন হতে হবে। বাইআত হওয়া তার জন্য উত্তম পন্থা, বাইআত না হয়ে শুধু উলামা-মাশায়েখের দিকনির্দেশনা মেনে চলে আত্মশুদ্ধি সম্ভব হলে বাইআত হওয়া জরুরি নয়। (১৮/৮৬৮/৭৯০৭)
Tag:আত্মশুদ্ধি