আত্মশুদ্ধির পরিচয় প্রয়োজনীয়তা ও এর জন্য করণীয়
প্রশ্ন : ক. আত্মশুদ্ধি কী? এর প্রয়োজনীয়তাই বা কতটুকু? খ. আত্মশুদ্ধির জন্য কী করা প্রয়োজন? আত্মশুদ্ধির জন্য কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে? গ. বসুন্ধরা মারকাযে সাধারণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির কোনো ব্যবস্থা আছে কি? ঘ. আমজনতার আত্মশুদ্ধি কিভাবে সম্ভব?
উত্তর : ক. অন্তরকে সংশোধন করে উত্তম গুণে গুণান্বিত করার নামই তাসাওউফ বা আত্মশুদ্ধি। তাসাওউফের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেননা কোরআন ও হাদীসের মধ্যে স্বয়ং আল্লাহ তা’আলা এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আত্মশুদ্ধির নির্দেশ দিয়েছেন। সুতরাং এর প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না।
খ, ঘ. একজন মানুষের আত্মশুদ্ধির জন্য প্রয়োজন আল্লাহ এবং তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নির্দেশিত পথে নিজের জীবন পরিচালনা করা। কিন্তু জনসাধারণ যেহেতু সহীহ পথ এবং তাতে চলার তরীকা সম্পর্কে অবগত নয়, তাই তাদের জন্য সহজতর পন্থা হলো কোন হক্কানী আলেম আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে তাঁর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা।
গ. হ্যাঁ, আমাদের এখানেও সাধারণ মুসলমানদের জন্য আত্মশুদ্ধির ব্যবস্থা রয়েছে। এখানে আসা-যাওয়া করলে তার বাস্তবতা অনুধাবন করা যাবে। (১৪/৮২৪/৫৮০৮)
Tag:আত্মশুদ্ধির