আঙুলে চুমু খেয়ে চোখ মোছা
প্রশ্ন : আযান ও ইকামতের সময় যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম মুবারক শুনে দরূদ শরীফ পড়ে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁ দিয়ে চুমু খেয়ে চোখে লাগানো কতটুকু শরীয়ত সমর্থিত? এ সম্বন্ধে যে সমস্ত হাদীস পাওয়া যায় এগুলো কতটুকু সহীহ?
উত্তর : আযান ও ইকামতের সময় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নাম মোবারক শুনে দরূদ শরীফ পড়ে উভয় হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফুঁ দিয়ে চোখে লাগানোর বিষয়টি শরীয়ত সমর্থিত নয়। কোনো সহীহ হাদীসে এর প্রমাণ মেলে না এবং নির্ভরযোগ্য কোনো ফিকাহর কিতাবেও এর স্বীকৃতি নেই। এ সম্পর্কে কথিত হাদীসসমূহ জাল ও সূত্রের বিচারে অগ্রহণযোগ্য। সার্বিক বিবেচনায় এ কাজ বর্জনীয়। (৬/৭০৯/১৩৭৫)