অস্পষ্ট শব্দ ও হিন্দু কবিরাজ দ্বারা ঝাড়-ফুঁক করা
প্রশ্ন : কোরআন-হাদীসে নেই, এমন মন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করা জায়েয আছে কি? এবং এমন কবিরাজ দ্বারা ঝাড়-ফুঁক নেওয়া বৈধ হবে, যার শব্দগুলো সম্পূর্ণ অস্পষ্ট? এবং হিন্দু কবিরাজ দ্বারা উপকৃত হওয়া বৈধ হবে কি না? বিস্তারিত দলিলসহ জানালে উপকৃত হব।
উত্তর : কোরআন-হাদীসে নেই, এমন অবোধগম্য মন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করা নাজায়েয। যারা অস্পষ্ট শব্দ দ্বারা ঝাড়-ফুঁক করে তাদের দ্বারা ঝাড়-ফুঁক করানোর অনুমতি নেই। বিধর্মীরা সাধারণত দুষ্ট জিন ও শয়তানের সাহায্য নিয়ে কাজ করে থাকে। তাদের কারণে যে উপকার অনুভব হয় তা বাস্তবে শয়তানি চক্রান্ত। তাই এ সমস্ত লোকের দ্বারা ঝাড়-ফুঁক করানো বৈধ হবে না। (১২/২২৯/৩৮৭৪)