অল্প সময়ে এক হাতে মোবাইল বন্ধ করলে নামায নষ্ট হয় না
প্রশ্ন : নামাযের মধ্যে যদি মোবাইলের রিংটোন বাজতে থাকে তাহলে নামায অবস্থায় কি মোবাইল বন্ধ করে দেবে এবং নামায অবস্থায় মোবাইল বন্ধ করলে কি নামায নষ্ট হয়ে যাবে? না মাকরূহে তাহরীমী হবে?
উত্তর : নামাযের মধ্যে মোবাইলের রিং বাজতে থাকলে যদি এক হাতে অর্থাৎ আমলে কালীলের মাধ্যমে চার-পাঁচ সেকেন্ডে ফোন বন্ধ করা সম্ভব হয়, তাহলে বন্ধ করে দেবে। এতে নামাযের কোনো ক্ষতি হবে না। তবে নামাযের পূর্বেই মোবাইল ফোন বন্ধ করে নেওয়া উচিত। (১২/৯৯৪/৫০১০)
Tag:মোবাইল বন্ধ