অল্প পানিতে সামান্য নাপাকি পড়লেও তা নাপাক
প্রশ্ন : সামান্য ‘নাজাসাতে গলীযা’ অল্প পানিতে পড়লে ওই পানি নাজাসাতে গলীযা হয়ে যায়, আবার অল্প পরিমাণ নাজাসাতে খফীফা অল্প পানিতে পড়লে ওই পানিও নাজাসাতে খফীফা হয়ে যায়। এই মিশ্রণের ব্যাপারে কি শরীয়তে আনুপাতিক হার নির্দিষ্ট করা আছে? যেমনÑএক ড্রাম পানিতে যদি এক-আধ ফোঁটা বা এক ফোঁটার চার ভাগের এক ভাগ পরিমাণ প্রস্রাব পতিত হয়, তাহলে ওই পানিও কি নাপাক হয়ে যায়?
উত্তর : যে পাত্রের মুখ ২২৫ স্কয়ার ফুট থেকে পরিমাণে কম তাতে এক-আধ ফোঁটা বা আরো কম পরিমাণ নাপাকি পড়লেও ওই পাত্রের পানি নাপাক হয়ে যাবে। প্রশ্নে বর্ণিত ড্রামের পানিও নাপাক হয়ে যাবে। (৬/২৯০/১২০২)
Tag:নাপাক