অমোচনীয় কালি শরীরে থাকাবস্থায় ওজুর বিধান
প্রশ্ন : আমাদের দেশে ভোট প্রদানের সময় হাতের মাঝে যে অমোচনীয় কালি লাগানো হয়, তা হাতে থাকা অবস্থায় ওজু সহীহ হবে কি না? ২-১ দিন পর দেখা যায় তা নেইলপলিশের মতো হয়ে যায় এবং উঠানো খুব কষ্টকর। এমতাবস্থায় শরীয়তের হুকুম কী? আরো জানতে চাই যে ওজু সহীহ না হয়ে থাকলে কী করণীয়?
উত্তর : ওজুর অঙ্গে কালি লাগলে ওই কালি থাকাবস্থায় ওজু-গোসল সহীহ হয়ে যায়। অবশ্য কালি অত্যন্ত গাঢ় হওয়ার কারণে শরীরের ওপর শক্ত আবরণে পরিণত হয়ে গেলে তখন এর নিচে পানি না পৌঁছাবস্থায় ওজু-গোসল সহীহ হবে না। প্রশ্নে বর্ণিত অমোচনীয় কালির ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতায় ভিন্ন মত সাব্যস্ত হয়েছে। তাই যাদের হাতে তা আবরণে পরিণত হয়েছিল শুধুমাত্র তাদের নামায দোহরাতে হবে। (৫/১৩/৮০৯)