অমুসলিম থেকে তদবির ও মন্ত্র গ্রহণ
প্রশ্ন : যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয় বা জাদুটোনা অথবা কোনো সমস্যার সম্মুখীন হয় এবং সে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে সুস্থতা বা সমস্যা হতে সমাধান লাভ করতে না পারে। এমতাবস্থায় বিধর্মী হতে তদবির মন্ত্র বা তাদের ধর্মীয় কোনো উপকরণ দ্বারা উপকৃত হওয়া ও সমস্যার সমাধান করা যাবে কি না? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর : মন্ত্র বা তদবির দ্বারা চিকিৎসা গ্রহণ করার শর্ত হলো, আল্লাহ তা’আলার কালাম এবং আরবী হওয়া অনারবী হলে তার অর্থে তাওহীদের পরিপন্থী এবং শিরকমিশ্রিত না হওয়া এবং এই আক্বীদা রাখা যে, একমাত্র শেফাদাতা আল্লাহ তা’আলা, মন্ত্র বা তদবির নয়। প্রশ্নে বর্ণিত বিধর্মীদের মন্ত্রের মধ্যে যেহেতু এই শর্তগুলো পাওয়া যায় না এবং বিধর্মীদের তদবির মন্ত্র বা ধর্মীয় উপকরণ অনেকাংশে তাওহীদ পরিপন্থী এবং শিরিকমিশ্রিত হওয়ার প্রবল আশংকা থাকে, তাই তাদের থেকে তদবির গ্রহণ করা জায়েয হবে না। তবে যদি নিশ্চিতভাবে জানা যায় যে তাদের তদবির বা মন্ত্রে তাওহীদ পরিপন্থী বা শিরকমিশ্রিত কোনো কিছু নেই তাহলে তা গ্রহণ করার অনুমতি দেওয়া যায়, যদিও গ্রহণ না করাই ভালো। (১৬/৪৯৪)