অমুসলিম কর্তৃক অনূদিত কোরআনের অনুবাদ পড়া
প্রশ্ন : জনৈক বাংলা শিক্ষিত একজন ব্যক্তি আরবী পড়তে জানেন না। তাই তিনি কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়েন, যা একজন অমুসলিমের করা। প্রশ্ন হলো, আমি ওই অমুসলিম ব্যক্তির করা অনুবাদ পড়তে পারব কি না? এবং কোনো অভিজ্ঞ মুসলিমের বাংলা অনুবাদ আছে কি না?
উত্তর : অমুসলিম ব্যক্তির অনুবাদ ও তাফসীরের মধ্যে তার ভ্রান্ত আক্বীদার অনুপ্রবেশ ঘটানোর প্রবল সম্ভাবনা থাকায় তাদের অনুবাদ ও তাফসীর পড়া বিজ্ঞ আলেম ব্যতীত অন্য কারো জন্য শরীয়তের দৃষ্টিতে অনুমতি নেই। তাই আপনি উক্ত অনুবাদ পড়া থেকে বিরত থাকুন এবং বাংলা মাআরেফুল কোরআনের মতো নির্ভরযোগ্য তাফসীর পড়া আরম্ভ করুন। (১৩/৬৮৯/৫৩৫৫)
আল ইতকান : 854, আত তাফসির ওয়াল মুফাসসিরুন : 1/21, খাইরুল ফাতাওয়া : 2/243