অমুসলিমকে তাবিজ দেওয়া এবং তাবিজ লেখার অনুমতি প্রদান
প্রশ্ন : কোনো হিন্দু ও বিধর্মীকে তাবিজ দেওয়া জায়েয হবে কি না? এবং তাদেরকে তাবিজ লেখার অনুমতি দেওয়া যাবে কি না?
উত্তর : মুসলমানদেরকে তাবিজের পরিবর্তে দু’আ শিখিয়ে দেওয়া উত্তম। যাতে তাবিজের ব্যবসা হয়ে না যায়। আর বিধর্মীকে যদি তাবিজ দিতেই হয় তা যেন কোরআনে পাকের আয়াত দ্বারা না হয় বরং অন্য দু’আ অথবা সংখ্যা অংকন দ্বারা দেবে। (৭/৮৮০/১৯১২)