অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় ফরয গোসল
প্রশ্ন : নাপাক কাপড় পরিহিত অবস্থায় গোসল করলে পবিত্রতা অর্জন হবে কি না?
উত্তর : পরিধেয় কাপড়ে নাপাকি লেগে থাকলে নাপাক স্থান তিনবার ধুয়ে এরপর গোসল করা উচিত। তথাপি কোনো ব্যক্তি যদি নাপাক কাপড়সহ গোসল করে এবং এত বেশি পরিমাণ পানি ব্যবহার করে যে নাপাকি দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা হয় তাহলে গোসল সহীহ হয়ে যাবে এবং কাপড়ও পাক হয়ে যাবে। অন্যথায় কাপড় বা শরীর কোনোটাই পাক হবে না। (১৮/৭০৫/৭৮২৯)