অপবিত্র অবস্থায় হাতমোজা পরে কোরআন স্পর্শ করা
প্রশ্ন : অজু না থাকাবস্থায় হাতমোজা পরে কোরআন শরীফ ধরা বা পাতা উল্টিয়ে পড়া জায়েয হবে কি না?
উত্তর : অজু না থাকাবস্থায় হাতমোজা ব্যবহার করে কোরআন শরীফ স্পর্শ করা জায়েয হবে না। (১৭/৭০২/৭২৬৪)
ফাতহুল কাদির : 1/149, রদ্দুল মুহতার : 1/174, হিন্দিয়া : 1/43