অনৈসলামিক অনুষ্ঠানে তেলাওয়াতে কোরআন
প্রশ্ন : নাচ, গান, খেলাধুলা ও বাদ্যযন্ত্র বাজানোর সাংস্কৃতিক অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা এবং কোরআনের প্রতিযোগিতার ব্যবস্থা রাখা ও তাতে অংশগ্রহণ করা যাবে কি না?
উত্তর : সাধারণত অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয় বরকত হাসিলের জন্য। আর গান-বাদ্যের মতো হারাম কাজে বরকত হাসিল তো দূরের কথা, এই নিয়্যাত করাও কুফরী। সুতরাং নাচ, গান, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজানোর অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা কিংবা সেই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার আয়োজন করা কোরআনের সাথে উপহাস করার নামান্তর, যা নিঃসন্দেহে মারাত্মক গোনাহ। (১৯/৮৫০)
ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া : 6/338, হিন্দিয়া : 5/389, রদ্দুল মুহতার : 1/546