অনিবার্য কারণে বছর শেষ হওয়ার আগেই সম্পদের হিসাব করা
প্রশ্ন : আমার একটি কাপড়ের দোকান আছে। তা ১ রমাজানে চালু করি। গত বছর ১৪ শা’বানের আগে দোকানের সম্পূর্ণ মাল হিসাব করে যাকাত দিই। প্রশ্ন হলো, দোকানের মালের হিসাব নিজের সুবিধার জন্য রমাজানের ৩০ দিন অথবা ৪০ দিন আগে করলে পরবর্তী বছর যদি রমাজানের ১৫ দিন আগে করি তাহলে অসুবিধা আছে কি না? অর্থাৎ প্রতিবছর একই তারিখে মালামালের হিসাব করতে হবে, না কাজের ও সময়ের সুবিধার জন্য এক মাস আগানো-পেছানো যাবে? উল্লেখ্য, মালের সাথে নগদ টাকারও কি হিসাব হবে? আবার দোকানে মহাজনের বাকি মাল থাকলে এবং অন্য হাত থেকে কর্জ টাকা থাকলে এগুলোর যাকাতের কী হুকুম?
উত্তর : নিজ প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যে তারিখে নিসাব পরিমাণ নগদ টাকা বা ব্যবসায়িক সামগ্রী নিজ মালিকানায় আসে সেদিন থেকে চাঁদের হিসাবে বছর পূর্ণ হলে মালিকানাধীন সকল নগদ অর্থ ও সকল ব্যবসায়িক পণ্যের হিসাব করে ৪০ ভাগের ১ ভাগ হারে যাকাত আদায় করা ওয়াজিব হয়।
এ হিসেবে যেদিন থেকে আপনি নিসাবের মালিক হয়েছেন তার ৩৫৫ দিনের মাথায় আপনার অর্থ-সম্পদের হিসাব করে যাকাতের হিসাব লাগাতে হবে। ব্যবসার স্বার্থে আপনি অন্য তারিখে হিসাব করলেও যাকাতের জন্য ওই হিসাব চালু করতে হবে। ব্যবসায়িক সামগ্রীর সাথে আপনার মালিকানাধীন টাকার হিসাবও করতে হবে। যে পণ্যের আপনি ক্রয়সূত্রে মালিক হয়েছেন তা আপনার মালে হিসাব করে মহাজন ও অন্যান্যের পাওনা বাদ দিয়ে অবশিষ্ট অর্থের যাকাত দিতে হবে। কারো নিকট পাওনা টাকা উসূল হওয়ার সম্ভাবনা থাকলে তার যাকাত আপনাকে দিতে হবে। (৯/৬৭৯/২৭৯৮)