অনারবী ভাষায় কোরআন পড়া
প্রশ্ন : জনৈক ব্যক্তি ছোটবেলায় গ্রামের মসজিদে কোরআন শরীফ পড়লেন। বড় হওয়ার পর মনে হলো তার পড়া ঠিক হয় না। তাই তিনি আরবী কোরআন পড়েন না। এটা কি বৈধ হবে?
উত্তর : অন্য কোনো ভাষায় আরবী বর্ণমালাসমূহের সঠিক শুদ্ধ উচ্চারণ অসম্ভব বিধায় আরবী বর্ণমালা ব্যতীত কোরআন শরীফ পড়া নাজায়েয। সাধ্যানুযায়ী সঠিকভাবে কোরআন শরীফ শিখতে হবে। অন্যথায় আল্লাহ পাক মাফ না করার আশংকা রয়েছে। কমপক্ষে নামাযের প্রয়োজনে কয়েকটি সূরা শুদ্ধ করে নিতেই হবে। (৪/৫/৫৭৩)
ইবনে মাজাহ : 224, ফাজায়েলে কুরআন : 361, এলাউস সুনান : 4/146,