অনভিজ্ঞ নারী দ্বারা দ্বীনি শিক্ষা
প্রশ্ন : দ্বীনি ইলমে শিক্ষিত নয়, এরূপ একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মহিলা দ্বারা পবিত্র কোরআন ও হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং ইবাদত-বন্দেগীর পদ্ধতিসহ শরীয়তের আহকামসমূহ অন্য মহিলাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কোনো বিশেষ কেন্দ্র স্থাপন করার এবং ওই সকল কার্যক্রম উক্ত মহিলা দ্বারা পরিচালিত হওয়ার শরীয়তে অনুমতি আছে কি না?
উত্তর : দ্বীনি ইলমের ব্যাপারে যিনি অভিজ্ঞ ও পারদর্শী নয়, তার জন্য কোরআন ও হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ করা বা শরীয়তের হুকুম-আহকাম শিক্ষা দেওয়া বাস্তবে সম্ভব নয়। তাই প্রশ্নে বর্ণিত সাধারণ শিক্ষিতা একজন মহিলার জন্য কোরআন-হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ ও শরীয়তের হুকুম-আহকাম শিক্ষা দেওয়া শরয়ী দৃষ্টিকোণে বৈধ হতে পারে না। আর সর্বাবস্থায় মহিলা শিক্ষিকা বা পুরুষ শিক্ষক দ্বারা মহিলাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিশেষ কেন্দ্র স্থাপন করা শরীয়তসম্মত নয়। (১১/১১৮/৩৪৩৩)