کافرون-এর স্থলে یؤمنون , المقسطین-এর স্থলে الکافرین, الاشقی-এর স্থলে الاتقی পড়া
প্রশ্ন : ইমাম সাহেব بل ھم بلقاء ربھم کافرون এর জায়গায় যদি بل ھم بلقاء ربھم یؤمنون পড়ে, বা ان الله یحب المقسطین এর জায়গায় ان الله یحب الکافرین পড়ে, অথবা لا یصلٰھا الا الاشقی এর জায়গায় لا یصلٰھا الا الاتقی পড়ে, তাহলে নামায ভঙ্গ হবে কি না? এ ব্যাপারে মুফতীয়ানে কেরামের মধ্যে মতানৈক্য দেখা যায়। শরীয়তের দৃষ্টিতে তার সঠিক হুকুম কী? দলিলসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর : নামাযের ভেতর কিরাতে যদি এমন পরিবর্তন হয়, যার ফলে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়, তাহলে নামায ভেঙে যাবে, পুনরায় তা আদায় করা ওয়াজিব হবে। প্রশ্নে বর্ণিত অবস্থায় ইমাম সাহেবের নামায ভেঙে গেছে। তাই পুনরায় আদায় করতে হবে। (১৩/৮৫৬)